thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মণিপুরি ললিতকলা একাডেমিতে ‘দেবতার গ্রাস’

২০১৭ জুন ১১ ১১:৩৬:০৩
মণিপুরি ললিতকলা একাডেমিতে ‘দেবতার গ্রাস’

দ্য রিপোর্ট প্রতিবেদক : মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মাধবপুরস্থ মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে আজ রোববার (১১ জুন) সন্ধ্যায় মঞ্চস্থ হবে মণিপুরি থিয়েটারের নাটক ‘দেবতার গ্রাস’। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। মণিপুরি থিয়েটারের ২৬তম প্রযোজনা এটি।

মণিপুরি থিয়েটারের সভাপতি শুভাশিস সিনহা বলেন, ‘কমলগঞ্জের মাধবপুর গ্রামে আজ দুপুরে বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন হতে যাচ্ছে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে উদবোধনী পর্ব। শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এটি উদ্বোধন করবেন। অতিথি থাকবেন ভারতীয় হাইকমিশনার হংসবর্ধন শ্রিংলা।

তিনি আরো বলেন, ‘এদিন সন্ধ্যায় মণিপুরি ললিতকলা একাডেমি মিলনায়তনে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মঞ্চস্থ হবে নাটক দেবতার গ্রাস।’

নাটকটিতে অভিনয় করবেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, সুনন্দা সিনহা, সুশান্ত সিংহ, উজ্জ্বল সিংহ, অরুণা সিনহা, সুজলা সিনহা, শ্যামলী সিনহা, প্রিয়াংকা সিনহা, সমরজিৎ সিংহ, সমরজিত সিংহ, প্রহ্লাদ সিংহ।

নাটকের সঙ্গীতে রয়েছেন- শর্মিলা সিনহা।

বাদ্য : বাবুচান সিংহ ও বিধান চন্দ্র সিংহ

সহযোগী : অঞ্জনা সিনহা, শুক্লা সিনহা, বিধান সিংহ, দীপু সিংহ, সুশান্ত সিংহ, অনিমেষ সিংহ, অনামিকা সিনহা।

(দ্য রিপোর্ট/পিএস/এম/জুন ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর