thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল

২০১৭ জুন ১৩ ১৯:৩৫:৩৩
বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারালো ব্রাজিল

দ্য রিপোর্ট ডেস্ক : আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ব্রাজিল। মঙ্গলবার (১৩ জুন) পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন জিতেছে ৪-০ গোলে। নেইমারকে ছাড়া খেলতে নামা ব্রাজিলের পক্ষ্যে জোড়া গোল করেছেন দিয়েগো সুজা। অন্য দুই গোল করেছেন চিয়াগো সিলভা ও তাইসন।

এদিন মেলবোর্নে ম্যাচ শুরুর ১০ সেকেন্ডের মাথায় প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় ব্রাজিল। বেইলি রাইটের ভুল পাস ধরে মিডফিল্ডার গুইলিয়ানো কিছুটা এগিয়ে ডান দিকে দিয়েগো সুজাকে বল বাড়ান। আর রেসিফের এই ফরোয়ার্ড ডি-বক্সে ঢুকে নীচু কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।
৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিয়াগো সিলভা। কর্নার থেকে উড়ে আসা বলে প্রথমে দাভিদ লুইসের হেড পোস্টে লাগার পর বিপদমুক্ত করতে ব্যর্থ হন স্বাগতিক এক খেলোয়াড়। সেই সুযোগে রদ্রিগো কাইও হেডে বল বাড়ান গোলমুখে ছুটে আসা সিলভাকে আর ফিরতি হেডে লক্ষ্যভেদ করেন পিএসজির এই ডিফেন্ডার।
১৩ মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করেন তাইসন। মিডফিল্ডার পাওলিনিয়োর কাটব্যাক পেয়ে কোনাকুনি শটে গোলটি করেন বদলি নামা এই ফরোয়ার্ড।
৮৯তম মিনিটে সহজ সুযোগ নষ্ট করে অতিথিরা। বাঁ-দিক থেকে উইলিয়ানের পাস পেয়ে রদ্রিগুইনিয়োর নেওয়া শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক।
যোগ করা সময়ে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন সুজা। উইলিয়ানের কর্নারে জোরালো হেডে নিজের দ্বিতীয় গোলটি করেন ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড।
উল্লেখ্য, গেল ৯ জুন প্রথম প্রীতি ম্যাচে আর্জেন্টিনার কাছে হেরেছিল ব্রাজিল। তবে, এক ম্যাচ পর আবারও জয়ের পথে ফিরলো তারা। তিতের অধীনে টানা নয় ম্যাচ জেতার পর গত শুক্রবার এই মাঠেই আর্জেন্টিনার কাছে একমাত্র গোলে হেরেছিল দলটি।
(দ্য রিপোর্ট/এজে/জুন ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর