thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বিএসএফের পাথরের আঘাতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

২০১৭ জুন ১৪ ১৫:১৫:৪৮
বিএসএফের পাথরের আঘাতে নিহত বাংলাদেশির লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে বিএসফের ছোড়া পাথরের আঘাতে নদীতে নিখোঁজ গরু ব্যবসায়ীর লাশ একদিন পর জিঞ্জিরাম নদী থেকে উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

বুধবার সকালে জিঞ্জিরাম নদীর বারবান্দা এলাকায় নদীতে লাশ ভাসতে দেখে বিজিবি ও পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে বিজিবি ও পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বিজিবি জানায়, মঙ্গলবার ভোররাতে বাংলাদেশি কয়েকজন গরু ব্যবসায়ী আর্ন্তজাতিক সীমানা পিলার ১০৬৬ এর নিকট কালাই নদীতে একটি ব্রীজের নীচ দিয়ে গরু আনতে যায়। এ সময় ভারতের মাইনকারচর ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে কালাইয়ের চর ব্রীজের উপর থেকে পাথর ছুড়ে মারে। এতে বাংলাদেশি গরু ব্যবসায়ী নুর হোসেন (২৫) আঘাত প্রাপ্ত হয়ে নদীর পানিতে নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর বুধবার তার লাশ বাংলাদেশের অভ্যন্তরে জিঞ্জিরাম নদীতে ভেসে ওঠে।

নিহত গরু ব্যবসায়ী রৌমারী উপজেলার বারবান্দা গ্রামের মৃত মুন্ন মিয়ার পুত্র।

৩৫ বর্ডারগার্ড ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পতাকা বৈঠকে বিএসএফ’র নিকট এ ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/জুন ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর