thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

তিন দিনের মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চলবে হালকা যান

২০১৭ জুন ১৭ ২১:৫৬:২২
তিন দিনের মধ্যে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে চলবে হালকা যান

রাঙ্গামাটি প্রতিনিধি : সম্প্রতি ব্যাপক পাহাড় ধসের ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ক্ষতিগ্রস্থ অংশে দ্রুত সংস্কার করে আগামী তিন দিনের মধ্যে হালকা যানবাহন চলাচলের উপযোগী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। এছাড়া আগামী এক মাসের মধ্যে এই সড়ক ভারী যানবাহন চলাচলের উপযোগী করে খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

শনিবার (১৭ জুন) রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ এলাকা ও রাস্তা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

রাঙ্গামাটি সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি জানান, রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ১৪৫ টি পয়েন্টে পাহাড় ধসে রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ সড়কে যোগাযোগ পুন:স্থাপনার জন্য সেনা বাহিনী ও সড়ক জনপথ বিভাগের সদস্যরা সর্বশক্তি দিয়ে কাজ করছে। বৃষ্টিপাত না হলে এই কাজ দ্রুত সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া কমান্ডার ও ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জাহাঙ্গীর কবির তালুকদার এবং রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক।

(দ্য রিপোর্ট/এজে/জুন ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর