thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

পোশাক শ্রমিকদের ২২ জুনের আগে পাওনাদি পরিশোধের নির্দেশ

২০১৭ জুন ১৮ ১৮:০৬:০৬
পোশাক শ্রমিকদের ২২ জুনের আগে পাওনাদি পরিশোধের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ২২ থেকে ২৫ জুনের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এর আগে ঈদ বোনাসসহ অন্যান্য পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

সচিবালয়ে রবিবার (১৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা, গার্মেন্টস শ্রমিকদের কল্যাণ নিশ্চিত ও ঈদপূর্ব বেতন-ভাতাদি পরিশোধ, সড়ক-মহাসড়ক যানজটমুক্ত রাখার বিষয়ে বৈঠকের পর মন্ত্রী একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাস্তাঘাটের উপর একবারে চাপ না পড়ে এজন্য এবারও পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ছুটি দেওয়ার জন্য বলা হয়েছে। এর আগে সব কারখানার শ্রমিকদের পাওনা, বোনাস ও বেতনাদি পরিশোধের কথা মালিকদের বলা হয়েছে। তারা আমাকে আশ্বস্ত করেছেন যে, নিয়মতান্ত্রিকভাবে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হবে।’

ঈদ সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ছুটিতে রাজধানীতে চুরি-ডাকাতি রোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কূটনৈতিক পাড়ার জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘যানজট নিরসন, নিরাপত্তাসহ যেখানে যা প্রয়োজন হয় তা আমরা করব। আমাদের মূল উদ্দেশ্য মানুষ সবচেয়ে বড় ধর্মীয় উৎসবটা যাতে উৎসবমুখর পরিবেশে পালন করতে পারে। প্রয়োজন বোধে পুলিশ, র‌্যাবের পাশাপাশি আনসার, বিজিবি কোস্টগার্ড তৈরি থাকবে।’

ঈদকে সামনে রেখে কোন নিরাপত্তা হুমকি আছে কিনা- এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে এই মুহূর্তে কোন থ্রেট নেই। গোয়েন্দাদের কাছে এমন কোন খবর নেই। তবে যদি নিরাপত্তার বিষয়ে কোন প্রশ্ন আসে তবে সব নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য।’

পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি ও সংসদ সদস্য সেলিম ওসমান প্রমুখ উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরএমএম/এপি/জুন ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর