thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ইরাকে আল-নূরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে আইএস

২০১৭ জুন ২২ ০৮:৪০:১৪
ইরাকে আল-নূরি মসজিদ গুঁড়িয়ে দিয়েছে আইএস

দ্য রিপোর্ট ডেস্ক : ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর মসুলের বিখ্যাত মসজিদ আল-নূরি গুঁড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)।

ইরাকি সেনাবাহিনীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

তবে, আইএস’র সংবাদ মাধ্যম ‘আমাক’ এক বিবৃতি দিয়ে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী মসজিদটি ধ্বংস করেছে।

খবরে বলা হয়, আইএসের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে থাকা ইরাকি বাহিনীর কমান্ডারের দাবি, মসজিদটি থেকে তাদের অবস্থান যখন ১৫ মিটার দূরে ছিল তখনই আইএস ওই ধ্বংসযজ্ঞ চালায়।

ইরাকে থাকা এক ঊর্ধ্বতন মার্কিন কমান্ডার বলেন, ‘আমাদের ইরাকি নিরাপত্তা বাহিনীর অংশীদাররা যখন আল-নূরি মসজিদের কাছাকাছি ছিল, তখন ইরাকের এই বিখ্যাত সম্পদ ধ্বংস করে আইএস।’

বিমান থেকে ধারণ করা ছবিতে দেখা যায়, মসজিদ ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিবিসর খবরে প্রকাশ, এর আগেও ইরাক ও সিরিয়ার গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থাপনা ধ্বংস করেছে আইএস।

২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে হাজার হাজার ইরাকি নিরাপত্তা সদস্য, কুর্দি পেশমেগা যোদ্ধা, সুন্নি আরব উপজাতি ও শিয়া মিলিশিয়েন, মার্কিন নেতৃত্বাধীন জোটের যুদ্ধপরাধ ও সামরিক উপদেষ্টারা আইএস-এর বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থানে রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর