thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

২০১৭ জুন ২২ ১১:১৫:৩৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের চাপ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ভোগান্তি।

বৃহস্পতিবার (২২ জুন) সকাল থেকে শুরু হওয়া যানজট বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। যানবাহনের দীর্ঘ সারি, ধীরগতি এবং নির্দিষ্ট সময়ের বেশি লাগায় বিপাকে পড়েছে শতাধিক যানবাহন ও যাত্রীরা।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসেম আলী মুন্সী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট সৃষ্টি হয়েছে। মেঘনা সেতু থেকে মেঘনা গোমতী সেতু পর্যন্ত এই যানজট রয়েছে। ধীর গতি নিয়ে চলছে গাড়িগুলো। পুলিশ ঘটনাস্থলে যানজট নিয়ন্ত্রণের কাজ করছে।

চট্টগ্রামগামী যাত্রী আব্দুস সালাম জানিয়েছেন, রোজা রেখে ঘণ্টাব্যাপি গরমে অবস্থান করছি। যাত্রীবাহী যানবাহনের সংখ্যাই বেশি রয়েছে এখানে। ঈদ শুরু হওয়ার আগেই সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এনআই/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর