thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

এএসপি মিজানুরের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড : আইজিপি

২০১৭ জুন ২২ ১৯:৫৫:৩৩
এএসপি মিজানুরের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড : আইজিপি

দ্য রিপোর্ট প্রতিবেদক : হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের মৃত্যু নিঃসন্দেহে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

তিনি বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত এটা নিশ্চিত বলা যায়, এটি একটি হত্যাকাণ্ড। তার গলায় দাগ দেখা গেছে। কে বা কারা, কেন হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘এএসপি মিজান রাতে সেহরি খেয়ে সকালে একা বাসা থেকে বের হন। এরপর সম্ভবত তাকে হত্যা করা হয়। হত্যার কারণ সম্পর্কে এখনও আমরা নিশ্চিত নই, তদন্ত চলছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিষয়টি তদন্ত করে দেখছে।’

রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ড শপিং মল পরিদর্শন শেষে বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে তিনি এ সব কথা বলেন।

শহিদুল হক বলেন, ‘ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখন পর্যন্ত কোনও বড় ধরণের অপ্রীতিকর ঘটনা আমাদের কানে আসেনি। শুধু ঢাকা শহর নয় সারা বাংলাদেশ থেকে আমরা একই রকম তথ্য পেয়েছি। এ বছর অজ্ঞান পার্টি, ছিনতাইকারী ও চুরি একেবারেই নেই। সারা দেশে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় ছিন্ন করে কোনও নাশকতা ঘটানো সম্ভব হবে না।’

বাংলাদেশ পুলিশ প্রধান বলেন, ‘রাস্তায় যানজট নিয়ে পুলিশ কাজ করছে। তবে রাস্তার অবকাঠামোগত দুর্বলতার কারণে পুলিশের পক্ষে এ সমস্যার পুরোটা সমাধান করা সম্ভব হচ্ছে না।’

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

(দ্য রিপোর্ট/এমএসআর/এমএইচএ/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর