thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

কৃষি ও পল্লী ঋণে সুদের হার ৯ শতাংশ নির্ধারণ

২০১৭ জুন ২২ ২১:১৬:২৯
কৃষি ও পল্লী ঋণে সুদের হার ৯ শতাংশ নির্ধারণ

দ্য রিপোর্ট প্রতিবেদক : কৃষি ও পল্লী ঋণে সুদের হারের ঊর্ধ্বসীমা ৯ শতাংশ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ জুলাই থেকে সুদের এ নতুন হার কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে তা দেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীর নিকট পাঠানো হয়েছে।

এর আগে কৃষি ও পল্লী ঋণে সুদের হারের ঊর্ধ্বসীমা ছিল ১০ শতাংশ।

সুদের হার কমানোর বিষয়ে সার্কুলারে বলা হয়েছে, কৃষি খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি ও প্রকৃত কৃষকের কাছে ঋণ সহজলভ্য করার লক্ষ্যে আমানত ও ঋণের সুদ হারের নিম্নমুখী প্রবণতা বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসাবে কৃষি ও পল্লী ঋণের সুদ হার ঊর্ধ্বসীমা ১০ শতাংশের পরিবর্তে ৯ শতাংশ পুনঃনির্ধারণ করা হলো।

(দ্য রিপোর্ট/এমকে/এজে/জুন ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর