thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

সঠিক সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীরাও সন্তুষ্ট : রেলমন্ত্রী

২০১৭ জুন ২৩ ১৮:২৩:২৭
সঠিক সময়ে ছাড়ছে ট্রেন, যাত্রীরাও সন্তুষ্ট : রেলমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেল স্টেশনে শুক্রবার (২৩ জুন) বিকেলে ঈদে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা সরেজমিন দেখতে যান রেলমন্ত্রী মো. মুজিবুল হক। ঘরমুখো রেলযাত্রীদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের তিনি জানান, ‘সব ট্রেন সঠিক সময়ে যাত্রা করেছে। বিভিন্ন রুটের ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন, সঠিক সময়ে ট্রেনে যেতে পারছেন। এজন্য (তারা) সন্তোষ প্রকাশ করেছেন।’

রেলমন্ত্রী জানান, শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে একটি বাদে সবগুলো (২৭টি) ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। যান্ত্রিক ক্রটির কারণে শুধুমাত্র রংপুর এক্সপ্রেস ট্রেনটি কিছুটা দেরিতে ছেড়েছে।

তিনি দাবি করেন, রেল কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করায় নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে যাচ্ছে।

ঝুঁকি নিয়ে রেলের ছাদে যাত্রী পরিবহনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইনে নাই, এরপরেও ঈদ উপলক্ষে ছাদে ওঠে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলেছি, যাত্রীদের গায়ে হাত বুলিয়ে বোঝাতে, যেন তারা ছাদে না ঠেন।’

এর আগে বেলা পৌনে ৩টায় কমলাপুর স্টেশনে অপেক্ষমাণ সুবর্ণ এক্সপ্রেসের একটি বগিতে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।

(দ্য রিপোর্ট/কেএ/এজে/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর