thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয় : বেনজীর

২০১৭ জুন ২৩ ১৯:৫৯:০৯
ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয় : বেনজীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদগাহে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের জায়নামাজ ছাড়া সঙ্গে অন্য কিছু না আনার অনুরোধ জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে শুক্রবার (১৩ জুন) বিকে‌লে নগরবাসীর প্রতি তিনি এ অনুরোধ জানান।

বেনজীর আহমেদ বলেন, ‘জঙ্গিবাদ দেশীয় নয়, বৈশ্বিক সমস্যা। পরিকল্পনা অনুযায়ী জঙ্গিবাদ মূলোৎপাটনে কাজ চলছে। দেশে বর্তমানে সুনির্দিষ্টভাবে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। জঙ্গিদের আসলে এখন আর হামলার সক্ষমতা নেই। র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার অভিযানে জঙ্গিরা দুর্বল হয়ে সেই সক্ষমতা হারিয়ে ফেলেছে। আমরা র‌্যাবের কমান্ডিং ও অপারেশন উইং নিয়ে জাতীয় ঈদগাহ পরিদর্শন করেছি। কিছু কিছু বিষয়ে আমাদের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে সংশ্লিষ্টদের।’

‌তি‌নি আরও ব‌লেন, ‘আমরা নিরাপত্তার বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছি। নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করবো। যে কারণে মুসল্লিদের অনুরোধ করবো শুধু মাত্র জায়নামাজ নিয়ে ঈদগাহে আসবেন। এর বাইরে পানির বোতল আনাকেও নিরুৎসাহিত করা হচ্ছে।’

র‍্যাব মহাপরিচালক ব‌লেন, ‘আমরা এবার রমজানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আল্লাহ’র রহমতে বড় কোনো সমস্যা হয়নি। ইনশাল্লাহ আগামী ২/৩ রোজাতেও আশানুরুপ নিরাপত্তা বলবৎ থাকবে। এবার অন্যবারের তুলনায় রাস্তায় ভোগান্তি কম লক্ষ্য করা গেছে। জনভোগান্তি কমাতে র‌্যাব-পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। এখন চাপ দেখা যাচ্ছে চন্দ্রা ও মাওয়া ঘাটে। হয়তো বিকেলে সদরঘাটেও চাপ থাকবে। তবে ঈদ যাত্রা এবার সন্তোষজনক।’

তি‌নি আরও ব‌লেন, ‘জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিসহ অনেক মন্ত্রী ও সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা আসবেন। ঈদগাহের নিকটবর্তী গাড়ি পার্কিং করতে দেওয়া হবে না। যারা নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন তারা যেন দূরে গাড়ি পার্কিং করে আসেন। আমরা ঢাকার পাশাপাশি দেশের অন্য বড় ঈদগাহে র‌্যাবের ক্যাম্প স্থাপন করবো। র‌্যাবের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও রয়েছে। এবার শোলাকিয়ায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/এমএইচএ/জুন ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর