thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শেবাচিম চিকিৎসদের বিরুদ্ধে নবজাতক মেরে ফেলার অভিযোগ

২০১৭ জুন ২৫ ১৩:৫৪:২৮
শেবাচিম চিকিৎসদের বিরুদ্ধে নবজাতক মেরে ফেলার অভিযোগ

বরিশাল অফিস : বরিশাল অপারেশনের সময় নবজাতকে মেরে ফেলার অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে।

শনিবার (২৪ জুন) রাত সাড়ে দশটায় অপারেশনের মাধ্যমে ডেলিভারির সময় মাথায় আঘাত লাগে নবজাতকের মৃত্যু হয় বলে অভিযোগ করা হয়েছে।

চিকিৎসকরা স্বজনদের কাছ থেকে মুচলেকা নিতে চাইলে পরবর্তীতে চিকিৎসকরা রুমে তালা লাগিয়ে সটকে পড়েন। ননবজাতকের মা ইয়ানুর বেগম (২৫) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ছোট বাইজদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার স্বামী সাদাত হোসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালকের ব্যক্তিগত সহকারী।

মৃত নবজাতকের দাদী ফ্লোয়ারা সুলতানা বলেন, তার পুত্রবধূর সন্তান প্রসবের জন্য শনিবার সকাল দশটায় গলাচিপা থেকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা রোগীর অবস্থা দেখে বলেন, অপারেশন করতে হবে না ডেলিভারী নরমল হবে। রাত সাড়ে দশটার দিকে ওটিতে নিলে কর্তব্যরত চিকিৎসকরা বলেন, স্বাভাবিক প্রসব হবে। কিন্তু আধা ঘন্টা পর দেখি শিশুটির মাথার পিছনে কাটা এবং সেলাই করা অবস্থায় আমাদের কাছে রেখে যায়। এ সময় ডাক্তাররা আমাদের কাছে লিখিত নিতে চাইলে প্রতিবাদ করার পর তারা চলে যান।

এ নিয়ে হাসপাতালের পরিচালক ডা. এসএম সিরাজুল ইসলাম বলেন, অপারেশন থিয়েটারে কেবল ইন্টার্ণি নয়, ওই বিভাগের প্রধানও ছিলেন। শিশুটির মাথায় সেলাইয়ের চিহ্ন নয়, ওটা ক্যাপুট। অর্থাৎ মাথা ফোলা থাকায় পরবর্তীতে স্বাভাবিক হলে চামড়ার ভাঁজ থেকে যায়।

তিনি আরো বলেন, চিকিৎসকদের কোন ভুল ছিলনা।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর