thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

সিরিয়া ফের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে

২০১৭ জুন ২৭ ১০:৪৩:৪৫
সিরিয়া ফের রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে

দ্য রিপোর্ট ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের নির্দেশে সরকারি বাহিনী আবারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। এই হামলার ফলে ব্যাপক বেসামরিককে প্রাণ হারাতে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

এমন তথ্য পাওয়ার কথা জানিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে যুক্তরাষ্ট্র কড়া হুঁশিয়ারি দিয়েছে। বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।

সোমবার হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, আসাদ এমন হামলা চালালে সিরিয়াকে চড়া মূল্য দিতে হবে।

হোয়াইট হাউজের তরফ থেকে বলা হয়েছে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। আসাদ বাহিনী সেখানে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালালে তাদের এজন্য মূল্য দিতে হবে।

এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, আসাদ আরো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালানোর প্রস্তুতি নিচ্ছেন বলে যুক্তরাষ্ট্র চিহ্নিত করেছে। এই হামলার ফলে নিষ্পাপ শিশুসহ বহু বেসামরিক নিহত হবে। এই হামলা চলতি বছরের এপ্রিলের ৪ তারিখে চালানো রাসায়নিক হামলার মতই হবে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর