thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ছয় কার্যদিবস পর শেয়ারবাজারে পতন

২০১৭ জুলাই ০২ ১৬:৪৬:৩৩
ছয় কার্যদিবস পর শেয়ারবাজারে পতন

দ্য রিপোর্ট পতিবেদক : নতুন অর্থবছরের (২০১৭-১৮) প্রথম কার্যদিবস রবিবার দেশের শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা দিয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও কমেছে প্রধান মূল্য সূচক। একই অবস্থা অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর মধ্য দিয়ে টানা ছয় কার্যদিবস মূল্য সূচক বাড়ার পর উভয় বাজারে মূল্য সূচক কমলো।

তবে উভয় বাজারে লেনদেন আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে।

রমজান মাসের শেষ সপ্তাহে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠে দেশের শেয়ারবাজার। ঈদের আগের শেষ কার্যদিবস টানা মূল্য সূচক ও লেনদেন বাড়ে। ঈদের পরেও শেয়ারবাজারের সেই চাঙা ভাব অব্যহত থাকে। ঈদের পরে টানা দুই কার্যদিবস উভয় বাজারে মূল্য সূচক বাড়ে। সেই সঙ্গে বাড়ে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম।

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার প্রবণতা রবিবারও অব্যহত থাকে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি বা ৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১১৩টির বা ৩৪ শতাংশের। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির বা ১২ শতাংশের দাম। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ১৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮০১ কোটি ১৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৯৪ লাখ টাকা।

তবে কিছুটা কমেছে মূল্য সূচক। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

রবিবার টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রিজেন্ট টেক্সটাইলের শেয়ার। এদিন কোম্পানির ৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা ডরিন পাওয়ারের ৩১ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স। লেনদেনে এরপর রয়েছে- এএফসি এগ্রো, আইসিবি, বেক্সিমকো, বারাকা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এসপিসিএল এবং ফুয়াং ফুড।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৮১ পয়েন্টে। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ১৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩৪ কোটি ৬৫ লাখ টাকা।

রবিবার সিএসইতে লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৩১টির। অপরদিকে দাম কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দাম।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর