thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

২০১৭ জুলাই ০৯ ১৪:৪৬:২১
ডিএসইতে সূচক ও লেনদেনে উত্থান

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক ও আর্থিক লেনদেনে উত্থান হয়েছে। একইসঙ্গে অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। রবিবার (৯ জুলাই) এ উত্থান হয়েছে।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৭৭৪ পয়েন্টে। যা আগের দিন ৩৩ পয়েন্ট কমেছিল।

রবিবার ডিএসইতে ১ হাজার ১৬০ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ১ হাজার ৫ কোটি ৪৬ টাকা।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৭টি কোম্পানির মধ্যে ১৮৮টি বা ৫৭.৪৯ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১০০টি বা ৩০.৫৮ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১১.৯৩ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এ দিন কোম্পানির ৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এমজেএল বাংলাদেশের ৩৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে কনফিডেন্স সিমেন্ট।

লেনদেনে এরপর রয়েছে- সিঅ্যান্ডএ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক ও পেনিনসুলা চিটাগাং।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর