thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

মাশরাফির বিকল্প নেই, বললেন পাপন

২০১৭ জুলাই ১১ ২০:৪৯:২০
মাশরাফির বিকল্প নেই, বললেন পাপন

দ্য রিপোর্ট ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকে বেশ গুঞ্জণ চলছিল ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অবসর নিয়ে। এমনকি অনেকে প্রশ্ন তুলেছিলেন তার দলে থাকা বা নেতৃত্ব দেওয়া নিয়ে। তবে, মঙ্গলবার (১১ জুলাই) তাদের সেসব প্রশ্নের জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। সাফ জানিয়েছেন, মাশরাফি যতদিন চাইবে বাংলাদেশ দলে খেলবে। ওয়ানডে দলের নেতৃত্বেও থাকবে মাশরাফি কাঁধে। কারণ, এখন পর্যন্ত তার কোনো বিকল্প নেই বলেই মনে করছেন তিনি।

এ বিষয়ে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেছেন, ‘আমাকে আগের দিন প্রশ্ন করা হয়েছিল ধোনি বিশ্বকাপ খেলবে না বলেও ক্যাপ্টেন্সি বাদ দিয়েছে। আমি বলেছিলাম আমিও তো টি২০-তে এটা করেছি (মাশরাফি টি২০ খেলা ছেড়েছেন)। ওয়ানডে নিয়ে কিছু না। এখন চারদিকে এমনভাবে (কথা) আসছে, যেনো ওকে এর আগে (২০১৯ বিশ্বকাপ) বাদ দেওয়া হবে। এটা হওয়ার সম্ভাবনা নেই। ও যতদিন খেলবে, থাকবে। আমাদের দলে ওর দুইটা ভূমিকা। এক ক্যাপ্টেন্সি। যেটাতে ওর কোনো বিকল্প বাংলাদেশে নেই। আর বোলার হিসেবেও সে খুব ভালো পারফরম্যান্স করছে। ওকে বদলানোর কোনো পরিকল্পনা আমাদের নেই। এমন কিছু হলে আপনারা না, ওর (মাশরাফি) সঙ্গে আলোচনা করা হবে।'

মাশরাফির প্রতি নিজের ভালোবাসার কথা তুলে ধরে পাপন আরও বলেন, ‘যেসব আলোচনা হচ্ছে, এটা খুব খারাপ। মাশরাফির জন্যও বিরক্তিকর। ওর মন নিশ্চয়ই খারাপ আছে। ও ভাবতে পারে এমন কিছু আছে, যা ওকে বলা হয় না। কারণ ওর সাথে আমার নিয়মিত যোগাযোগ হয়। আমার মতে এমন প্রশ্ন আসা উচিৎ নয়।'

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর