thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

আজ সন্ধ্যায় ‘বর্ণমালার মিছিল’

২০১৭ জুলাই ১৮ ১১:০০:০২
আজ সন্ধ্যায় ‘বর্ণমালার মিছিল’

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলেআজ ১৮ জুলাই(মঙ্গলবার) সন্ধ্যা ৭টায়উৎস নাট্যদল মঞ্চস্থ করবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধভিত্তিক নাটক: ‘বর্ণমালার মিছিল’। নাটকটি রচনায় রয়েছেন আলম খান এবং নির্দেশনায় রয়েছেন মো. ইমরান হোসেন (ইমু)। এ‌টি উৎস নাট্যদ‌লের ২য় প্রযোজনা।

নাটক‌টি‌তে বি‌ভিন্ন চ‌রি‌ত্রে অভিনয় করেছেন- ইমু, রাকিব, অর্ক শরিফ, তৈফিক, খাজা, দুর্জয়, হাসান নাহিদ, শ্রাবন হাহিদ, সজল, তাসলিমা, আশা, কানিজ শান্তা উপমা, আসমা, আকাশ ও বাপ্পা। আবহ সঙ্গীত- বি, এম সুবির, নিত্য রবি দাস, টুটুর, রতন চন্দ্র মন্ডল, সন্ত, আকাশ।

আলোক প্রক্ষেপন- ইসতিয়াক/শামিম। পোষাক পরিকল্পনা- ইমু, অর্ক। রুপসজ্জা- জান্নাত। কোরিওগ্রাফি- ইমু, রাকিব। দ্রব্য সামগ্রী পরিকল্পনা- সোহাগ, অর্ক, শ্রাবন, নাহিদ। প্রকাশনা- অর্ক, বি, এম সুবির, উজ্জল কুমার মুখার্জি। প্রচার- সজল, তৈফিক।

(দ্য রিপোর্ট/পিএস/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর