thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

কক্সবাজারে ৭ দিনের নাট্যোৎসব

২০১৭ জুলাই ১৮ ১৭:৪০:৩৮
কক্সবাজারে ৭ দিনের নাট্যোৎসব

দ্য রিপোর্ট প্রতিবেদক : পর্যটন নগরী কক্সবাজারে গ্রুপ থিয়েটার নাট্যচর্চার অন্যতম নাট্য সংগঠন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের অন্যতম নাট্যদল কক্সবাজার থিয়েটার এর ৩৩ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ২০ জুলাই থেকে ২৬ জুলাই কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সাত দিনের নাট্যোৎসবের আয়োজন করেছে।

কক্সবাজার থিয়েটারের অকাল প্রয়াত নাট্যকর্মী বদরুল আলম লিটন এর স্মরণে এ নাট্যোৎসব উৎসর্গ করা হয়েছে। ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’ শিরোনামে কক্সবাজার থিয়েটার নাট্যোৎসব-২০১৭ এর উদ্বোধন করবেন কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরণ্যে নাট্যজন মামুনুর রশীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারী জেনারেল আকতারুজ্জামান। উৎসবে ২০ জুলাই ঢাকার নাট্যতীর্থ পরিবেশন করবে উৎপল দত্ত রচিত ও তপন হাফিজ নির্দেশিত নাটক দ্বীপ। ২১ জুলাই ঢাকার শব্দ নাট্য চর্চা কেন্দ্র অমিত চন্দ রচিত ও খোরশেদুল আলম নির্দেশিত নাটক “রাইফেল” এবং রৌশন জান্নাত রুশনি রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক “বীরঙ্গনার বয়ান” পরিবেশন করবে।

২২ জুলাই ঢাকার মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামানের রচনা ও ইউসুফ হাসান অর্ক নির্দেশিত নাটক “নীলাখ্যান”। ২৩ জুলাই মহাকাল নাট্য সম্প্রদায় পরিবেশন করবে সালাম সাকলাইন রচিত ও দেবাশীষ ঘোষ নির্দেশিত নাটক “শিবাণী সুন্দরী”।

২৪ জুলাই কক্সবাজার থিয়েটার পরিবেশন করবে চন্দন সেন রচিত ও স্বপন ভট্টাচার্য নির্দেশিত নাটক “টু ইডিয়টস”। ২৫ জুলাই চট্টগ্রামের অরিন্দম নাট্য সম্প্রদায় পরিবেশন করবে দীপংকর দে রচিত ও আকবর রেজা নির্দেশিত নাটক “দুতিয়ার চাঁন”।

২৬ জুলাই চট্টগ্রামের নান্দিকার নাট্যদল পরিবেশন করবে এস, এম, সোলায়মান রচিত ও অলক ঘোষ পিন্টু নির্দেশিত নাটক “কোর্ট মার্শাল”। প্রতিদিন সন্ধ্যা ৭.৩০টায় নাটক শুরু হবে।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর