thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

নারী ক্রিকেট দলের ক্যাম্প শুরু ২০ জুলাই

২০১৭ জুলাই ১৮ ১৯:০৪:১৩
নারী ক্রিকেট দলের ক্যাম্প শুরু ২০ জুলাই

দ্য রিপোর্ট ডেস্ক : আগামী ২০ জুলাই থেকে শুরু হচ্ছে নারী দলের অনুশীলন ক্যাম্প। এজন্য ৪২ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সালমা, রুমানা, জাহানারা, পিংকীদের জন্য এই অনুশীলনের ব্যবস্থা করছে বিসিবির উইমেন্স উইং।

ডাক পাওয়াদের ১৯ জুলাই (বুধবার) মিরপুর ক্রীড়া পল্লীতে রিপোর্ট করতে বলা হয়েছে।

এবারের অনুশীলন ক্যাম্পে প্রস্তুতি ম্যাচেরও সুযোগ পাচ্ছে নারী ক্রিকেটাররা। আগামী ২২-২৮ জুলাই তিনটি দলে ভাগ হয়ে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলবেন তারা। পদ্মা, মেঘনা ও যমুনা একাদশ নামে দলগুলো একে অপরের সাথে দুটি করে ম্যাচে অংশ নিবে। এর মধ্যে চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিটি ক্লাব মাঠে, অপর দুটি ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে। চ্যালেঞ্জ সিরিজ নামের টুর্ণামেন্টটির আগে শুক্র ও শনিবার সকাল ৯.০০টা থেকে চলবে তিন ঘন্টা ব্যাপী নেট অনুশীলন।

ক্যাম্পে ডাক পাওয়ারা হলেন :

রুমানা আহমেদ, জাহানারা আলম, সানজিদা ইসলাম, সালমা খাতুন, ফারজানা হক পিংকি, রিতু মনি, নিগার সুলতানা, সুরাইয়া আজমিন, পান্না ঘোষ, শারমিন আক্তার সুপ্তা, আয়েশা রহমান, খাদিজাতুল কুবরা, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, নাজহাত তাসিনা টুম্পা, লতা মন্ডল, তৃপ্তি মন্ডল, শামিমা সুলতানা, সানজিদা জান্নাত, লিলি রানী, সুবহানা মুস্তারি, তাজ নাহার, ইশমা তানজিম, পব্রিতা রায়, লাবনী আক্তার, সানদিহা ইসলাম আশা, ইসমত জাহান ইমু, বৈশাখী সুলতানা ইয়াসমিন, বৃষ্টি রায়, ইসমত আরা, সামিয়া আক্তার সালমা, জান্নাতুল ফেরদৌস তিথি, পুজা চক্রবর্তী, আয়েশা আক্তার, নিপা আক্তার, তানিয়া সরকার ইলা, হ্যাপী আলম, সোহেলী আক্তার।

(দ্য রিপোর্ট/এজে/জুলাই ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর