thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯, ১ শ্রাবণ ১৪২৬,  ১২ জিলকদ  ১৪৪০

রবিবারও ডিএসইতে লেনদেনে ধাক্কা

২০১৭ জুলাই ২৩ ১৫:০২:৪৭
রবিবারও ডিএসইতে লেনদেনে ধাক্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগের দিনের ন্যায় রবিবারও (২৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেনে বড় পতন হয়েছে। এদিন ২৫ শতাংশ লেনদেন কম হয়েছে। আগের দিন এ লেনদেন কমেছিল ৪০ শতাংশ।

রবিবার ডিএসইতে ৪৭৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ বৃহস্পতিবার ছিল ৬৩৬ কোটি ৬৩ লাখ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১৫৮ কোটি ৬৬ লাখ টাকার বা ২৫ শতাংশ। আর বুধবারের তুলনায় বৃহস্পতিবার ৪৩২ কোটি ৯৬ লাখ টাকার বা ৪০ শতাংশ লেনদেন কমেছিল।

এ দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৭৬ পয়েন্টে। যা বৃহস্পতিবার ৭ পয়েন্ট বেড়েছিল।

এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানির মধ্যে ১১০টি বা ৩৩.৫৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৬৩টি বা ৪৯.৭০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি বা ১৬.৭৭ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইফাদ অটোসের শেয়ার। এ দিন কোম্পানির ২২ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা মার্কেন্টাইল ব্যাংকের ১৭ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে নাভানা সিএনজি।

লেনদেনে এরপর রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, আরএসআরএম স্টিল, প্যারামাউন্ট টেক্সটাইল, আমান ফিড, কনফিডেন্স সিমেন্ট, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ ও এসিআই ফরমুলেশনস।

(দ্য রিপোর্ট/আরএ/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর