thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ মে 24, ১ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৭ জিলকদ  1445

ফিরোজা বেগম স্বর্ণপদক পাচ্ছেন বন্যা

২০১৭ জুলাই ২৪ ১৯:০৫:৫১
ফিরোজা বেগম স্বর্ণপদক পাচ্ছেন বন্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০১৬ সালে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড’ গঠন করা হয়। এই ফান্ডের উদ্যোগে প্রবর্তন করা হয় ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। এই স্মারক পুরস্কার এবার পাচ্ছেন রবীন্দ্রসংগীতের বরেণ্যশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আগামী ২৭ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৩টায় বন্যার হাতে এই সম্মাননা তুলে দেবেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এতে আরও উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, সংগীত বিভাগের চেয়ারম্যান ড. মহসিনা আক্তার খানম (লীনা তাপসী খান), এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ফিরোজা বেগম ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। এরপর থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুরো আয়োজন সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

২০১৬ সাল থেকে ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক পুরস্কার প্রদান শুরু হয়। প্রথমবার এ পুরস্কার পেয়েছেন সাবিনা ইয়াসমিন।

(দ্য রিপোর্ট/পিএস/এপি/জুলাই ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর