thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাঙ্গামাটিতে পাহাড় ধস

ক্ষতিগ্রস্ত ৪ হাজার শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান

২০১৭ জুলাই ২৮ ২২:১১:০৭
ক্ষতিগ্রস্ত ৪ হাজার শ্রমিককে খাদ্য সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে গত ১৩ জুন ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা। শহরের ৪১টি বিভিন্ন শ্রমিক সংগঠনের ৪ হাজার শ্রমিকের মধ্যে প্রত্যেকে ২০ কেজি করে মোট ৮০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

সাবেক পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার শুক্রবার (২৮জুলাই) দুপুরে রাঙ্গামাটি পৌরসভা সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে এই সব চাল বিতরণ করেন।

এ সময় দীপংকর তালুকদার বলেন, ‘রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সকলকে সরকার পুনর্বাসন করবে। খুব সহসা এ পুনর্বাসনের কাজ শুরু হবে।’

পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কালায়ন চাকমা, বিল্লাল হোসেন টিটু, পৌর আওয়ামী লীগের সভাপতি সোলায়মান চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা ও শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম।

(দ্য রিপোর্ট/এজে/এনআই/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর