thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

হোয়াইট হাউজের নতুন প্রধান কর্মকর্তা জন কেলি

২০১৭ জুলাই ২৯ ০৯:২২:৪১
হোয়াইট হাউজের নতুন প্রধান কর্মকর্তা জন কেলি

দ্য রিপোর্ট ডেস্ক : হোয়াইট হাউজের প্রধান কর্মকর্তা (হোয়াইট হাউজ চিফ অব স্টাফ) হিসেবে দায়িত্ব পেয়েছেন জন কেলি। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে নিয়োগ দিয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৮ জুলাই) বিকালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। খবর- বিবিসি।

জন কেলি সোমবার (৩১ জুলাই) কাজ শুরু করবেন বলে হোয়াইট হাউজের মুখপাত্র জানিয়েছেন।

এর আগে জন কেলি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। রেইন্স প্রিয়েবাসকে সরিয়ে তাকে হোয়াইট হাউজের প্রধান বানানো হয়েছে।

শুক্রবার বিকালে ধারাবাহিক কিছু টুইটার বার্তায় জন কেলির প্রশংসা করেন ট্রাম্প। জন কেলিকে তিনি ‘মহান আমেরিকান’ ও ‘মহান নেতা’ হিসেবে আখ্যায়িত করেন।

ট্রাম্প বলেন, ‘হোমল্যান্ড সিকিউরিটি বিভাগে আকর্ষণীয় এক চাকরি করেছে জন। সে আমার প্রশাসনের সত্যিকারের এক স্টার।’

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/জুলাই ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর