thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে : বাণিজ্যমন্ত্রী

২০১৭ আগস্ট ০৬ ২১:২৯:১৮
সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে : বাণিজ্যমন্ত্রী

ভোলা প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোন সহায়ক সরকার নয়, বর্তমান সকারের আমলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। ওই নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন হবে। ওই নির্বাচনে বিএনপিও অংশ নিবে। তারা জোট করছে, আবার তৃতীয় জোট হচ্ছে। এসব নির্বাচনেরই অংশ।

রবিবার (৬ আগস্ট) ভোলার ৪২ কোটি টাকা ব্যয়ে নির্মিত বাগমারা ব্রিজ উদ্বোধনের পর পথ সমাবেশ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বাগমারা ব্রিজ উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

অপরদিকে এলজিআরডি মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, বিএনপি ভোট চাইতে আসে না। দেশে অরাজকতা করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়ন করে চলেছেন। তাই নৌকার বিজয় আগামীতেও হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না ও ভোলার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

(দ্য রিপোর্ট/এমএইচএ/এনআই/আগস্ট ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর