thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজনীতিতে আসছেন শাকিল খান

২০১৭ আগস্ট ০৮ ১২:৪৭:৩৪
রাজনীতিতে আসছেন শাকিল খান

দ্য রিপোর্ট প্রতিবেদক : নব্বই দশকের শেষে ‘আমার ঘর আমার বেহেস্ত’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক হিসেবে অভিষেক হয়েছিল নায়ক শাকিল খানের। ১৩৪টি চলচ্চিত্রের নায়ক শাকিল খান অবশ্য এখন চলচ্চিত্র থেকে রয়েছেন বেশ দূরে।

কারণ হিসেবে তিনি বেশ কিছু অভিমানের কথা জানিয়েছেন। সেই অভিমান থেকেই অভিনয়ে আর ফিরে আসবার সম্ভাবনা দেখেন না তিনি। তবে রাজনীতিতে সক্রিয় থাকবার জন্য ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছেন শাকিল খান।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে ছিলেন শাকিল খান। তবে এখন দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে চান তিনি। সে ভাবনা থেকেই রাজনীতিতে যুক্ত হতে চান।

ভবিষ্যতে অভিনয়ে নিজেকে আর না দেখলেও ক্যমেরার পেছনের কাজ নিয়ে বরাবরই আগ্রহ রয়েছে তার। সময় সুযোগ মিলে গেলে হয়তো নির্মাতা হিসেবে দেখা যেতে পারে তাকে-এমন আভাসও দিয়েছেন তিনি।

মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন রাঙা সকাল-এর বিশেষ ঈদ আয়োজনে জানা যাবে শাকিল খানের এ সব না জানা অনেক কথা। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায় রাঙা সকাল প্রযোজনা করেছেন রকিবুল আলম ও জোবায়ের ইকবাল।

(দ্য রিপোর্ট/পিএস/এম/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর