thereport24.com
ঢাকা, বুধবার, ১৮ জুলাই ২০১৮, ৩ শ্রাবণ ১৪২৫,  ৪ নভেম্বর ১৪৩৯


বান্দরবা‌নে পাহাড় ধস

নি‌খোঁজের ২০ দিন পর তরুণীর লাশ উদ্ধার

২০১৭ আগস্ট ১১ ২২:২৮:৩৫
নি‌খোঁজের ২০ দিন পর তরুণীর লাশ উদ্ধার

বান্দরবা‌ন প্র‌তি‌নি‌ধি : বান্দরবা‌নের রুমা সড়‌কে পাহাড় ধ‌সে নি‌খোঁজ তরুণীর লাশ মিলেছে ২০ দিন পর। শুক্রবার (১১ আগস্ট) বিকা‌লে এ লাশ উদ্ধার করা হয়।

‌রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত করমকর্তা (ও‌সি) ওমর আলী জানান, রোয়াংছ‌ড়ি উপজেলার তারাছা ইউনিয়‌নের সাঙ্গু নদীর মুখ থে‌কে অর্ধগ‌লিত এক‌টি লাশ পাওয়া গে‌ছে। লাশ‌টি উদ্ধার ক‌রে বান্দরবান হাসপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে। ধারণা করা হ‌চ্ছে লাশ‌টি গত ২৩ জুলাই রুমা সড়‌কের দো‌লিয়ান পাড়ায় পাহাড় ধ‌সে নি‌খোজ তরুণী উ‌মে‌চিং মারমার। সে পাড়া কার্বারী মং‌শৈহ্লা'র বড় মে‌য়ে।

পাড়া প্রধান কার্বারী মং‌শৈহ্লা মারমা ব‌লেন, ‘রুমা সড়‌কে পাহাড় ধ‌সে আমার দুই কন্যা নি‌খোঁজ হয়। ঘটনার দিন ছোট মে‌য়ের লাশ পাওয়া যায়। কিন্তু বড় মে‌য়ের লাশ পাওয়া গে‌লো বিশ দিন পর।’

ফায়ার সার্ভিসের ইউনিট অফিসার ইকবাল হোসেন ব‌লেন, ‘২৩ জুলাই পাহাড় ধসে রুমা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিস সহকারী মুন্নি বড়ুয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা গৌতম নন্দী, ডাক বিভাগের কর্মচারী মো. রবিউল, পাড়া কার্বারী মংশৈহ্লা'র ছোট মে‌য়ে চিং‌মেহ্লা, বড়মেয়ে উমেচিং মারমা পাঁচ জ‌ন সক‌লের লাশ উদ্ধার হ‌য়ে‌ছে। আর কো‌নো ব্য‌ক্তি নি‌খোঁজ নেই।’

(দ্য রিপোর্ট/এজে/এনআই/আগস্ট ১১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে