thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

বিএনপি বিস্মিত, শঙ্কিত : ফখরুল

২০১৭ আগস্ট ১৩ ১৬:৩০:২৮
বিএনপি বিস্মিত, শঙ্কিত : ফখরুল

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাসায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গমনের বিষয়টি নিয়ে বিএনপি উদ্বিগ্ন, বিস্মিত ও শংকিত বলে জানিয়েছেন দলটির মহাসচিব। একই সঙ্গে আওয়ামী লীগ বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি।

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রবিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আওয়ামী লীগের নেতাদের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, সরকার ও আওয়ামী লীগের নেতারা প্রধান বিচারপতি এবং বিচার বিভাগ সম্পর্কে যেভাবে কথা বলছেন, তা রাজনৈতিক ভাষা নয়। এটা সন্ত্রাসের ভাষা। বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগ না করে তিনি বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করার আহ্বান জানান। তিনি দাবি করেন, গণতন্ত্রকে ধ্বংস করতে সরকার নতুন ষড়যন্ত্র শুরু করেছে।

ছাত্রদলের সভাপতি রাজীব আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির প্রমুখ বক্তব্য দেন।

(দ্য রিপোর্ট/কেএনইউ/এমকে/আগস্ট ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর