thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

চাল আমদানি শুল্ক কমে ২ শতাংশ হচ্ছে

২০১৭ আগস্ট ১৬ ১৬:০২:০২
চাল আমদানি শুল্ক কমে ২ শতাংশ হচ্ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : চাল আমদানি শুল্ক আরও কমে ২ শতাংশ হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এছাড়া চলতি অর্থবছরে বিদেশ থেকে ১৫ লাখ মেট্রিকটন চাল ও ৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে বলেও জানান মন্ত্রী। বুধবার (১৬ আগস্ট) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকের এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, ‘একটা খুশির খবর আপনাদের জানিয়ে দিচ্ছি, সরকার সিদ্ধান্ত নিয়েছে ট্যারিফ যেখানে ২৮ শতাংশ ছিল। কমিয়ে দেওয়ার পর এখন ১০ শতাংশ আছে। সেখানে থেকেও আরও ৮ শতাংশ কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ ট্যাক্স মাত্র ২ শতাংশ থাকবে। আজ-কালকের মধ্যেই প্রজ্ঞাপন জারি হয়ে যাবে। এতে ভারত থেকে আশপাশের দেশ থেকে আরও বেশি চাল আমদানি সম্ভব হবে।’

তিনি বলেন, ‘সভায় সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অকাল বন্যার কারণে হাওড়াঞ্চলে আমাদের ফসল নষ্ট হয়েছে। এবার আমাদের এক কোটি ৯১ লাখ বোরো ফসল উৎপাদনের যে টার্গেট ছিল, বিভিন্ন কারণে সেই টার্গেট আমরা ফুলফিল করতে পারিনি। বোরোতে ৮ লাখ টন চাল ও ৭ লাখ টন ধান সংগ্রহের যে টার্গেট ছিল, সেটাও আমরা সংগ্রহ করতে পারিনি।’

তিনি বলেন, ‘প্রায় ১০ লাখ টন আমরা সংগ্রহ করতে পারব না, পারছি না। এ পর্যন্ত বোরো ফসল আমাদের ঘরে এসেছে ২ লাখ ৬ হাজার টন আমাদের গুদামে এসেছে, আরও কিছু আসবে। তাতে আমরা আশা করছি ২ লাখ ৭০ হাজার টন বোরো ফসল আমরা সংগ্রহ করতে পারব।’

মন্ত্রী বলেন, ‘সার্বিক বন্যা পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি, যেভাবে বন্যা আসছে, তাতে বিপদের অবস্থাই বলা যায়। সব মিলিয়ে আমরা এই অর্থবছরে ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম বিদেশ থেকে আমদানির সিদ্ধান্ত নিয়েছি।’

কামরুল ইসলাম বলেন, ‘একটা জিনিস মনে রাখতে হবে, আমদানি করার সিদ্ধান্ত নিয়েছি তার মানে এই না যে আমরা খাদ্য সংকটে আছি। কোন রকম খাদ্য সংকট নেই। আমাদের গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। বাজারেও পর্যাপ্ত খাদ্যশস্য আছে।’

আমরা ইতোমধ্যে ভিয়েতনাম থেকে আড়াই লাখ টন চাল চুক্তি করেছিলাম, ম্যাক্সিমাম চাল আমাদের চলে এসেছে। এই মাসের মধ্যে বাকি চাল চলে আসবে। এটা ১৫ লাখ টনের মধ্যে।

সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমআর/এপি/আগস্ট ১৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর