thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

শেখ হাসিনার মুখোমুখি কাদের সিদ্দিকী

২০১৭ আগস্ট ১৬ ১৯:০৮:১৩
শেখ হাসিনার মুখোমুখি কাদের সিদ্দিকী

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : দীর্ঘ ১ যুগ পর বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখোমুখি হলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাজধানীর ৩২ নম্বরের বাড়িতে শেখ পরিবারের সদস্যের সঙ্গে তিনিও আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন। বিকেল সাড়ে ৫টার পর সপরিবারে কাদের সিদ্দিকী বাড়িতে প্রবেশ করলে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর প্রথম প্রতিবাদ করার কথা স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা পারিবারিক পরিবেশে প্রায় পোনে এক ঘণ্টা একান্তে আলাপ করেন।

এসময় উপস্থিত ছিলেন শেখ রেহানা, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী, মেয়ে খুশি সিদ্দিকী এবং ছেলে দীপ সিদ্দিকী।

উল্লেখ্য, ২০০৫ সালের ২১ আগস্ট শেখ হাসিনা গ্রেনেড হামলার পর এই প্রথম তাদের সঙ্গে দেখা হলো।

(দ্য রিপোর্ট/সাআ/এপি/আগস্ট ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর