thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঢামেক বার্ণ ইউনিট থেকে হাজতির পলায়ন

২০১৭ আগস্ট ২৩ ১০:৪১:৫২
ঢামেক বার্ণ ইউনিট থেকে হাজতির পলায়ন

দ্য রিপোর্ট রিপোর্ট : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চতুর্থ তলার বারান্দায় চিকিৎসাধীন থাকা সুজন (২৬) নামের এক হাজতি পালিয়ে গেছে।

বুধবার (২৩ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘কারারক্ষী আলামিন ও সুজন হাজতি সুজনের পাহারায় ছিল। মঙ্গলবার বিকেলে সুজন অসুস্থ হলে তাকে বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

জানা গেছে, আসামির বিরুদ্ধে হোরোইন সেবন ও বিক্রির অভিযোগে কয়েকটি মামলা আছে।

কারারক্ষী আব্দুর রশিদ দ্য রিপোর্টকে জানান, ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চতুর্থ তলা থেকে চিকিৎসাধীন থাকা সুজন নামের এক হাজতি পালিয়ে গেছে।সুজনের পায়ে ইনফেকশন হয়ে ক্ষতর সৃষ্টি হয়েছিল। সে কারণে তাকে ডান্ডাবেড়ি না পড়িয়ে তাকে হ্যান্ডকাফ পড়ানো হয়েছিল।

(দ্য রিপোর্ট/এসআর/এনটি/আগস্ট ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর