thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

২০১৭ সেপ্টেম্বর ০২ ১১:১৪:৩০
ঈদের দিন ছোট পর্দার নাটক-টেলিফিল্ম

দ্য রিপোর্ট ডেস্ক : রাবরের মতো এবারও টেলিভিশন চ্যানেলগুলো নানা আয়োজনে সাজিয়েছে তাদের অনুষ্ঠানমালা। ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোর অন্যতম আকর্ষণ থাকে নাটক টেলিফিল্ম। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ঈদের দিন যেসব নাটক টেলিফিল্ম প্রচারিত হবে।

এনটিভি

দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম ‘মেঘের আড়ালে মেঘ’। তৌকীর আহমেদের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, তারিন জাহান, রওনক হাসান, জিয়াউল হাসান কিসলু, নাহিয়ান প্রমুখ। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক রূপকথার গল্প ‘যুবরাজ’ (প্রথম পর্ব)। মূল পরিকল্পনা, গল্প ভাবনা ও উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন এস এম সালাহউদ্দিন। চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন আফরোজ রায়হান। আতিকুর রহমান বেলালের পরিচালনায় এতে অভিনয় করেছেন- রিয়াজ, নিলয়, আজমেরি আশা, প্রমা আজিজ, আতাউর রহমান, ইলোরা গহর প্রমুখ।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে প্রচারিত হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘অ্যাব-নরমাল’(প্রথম পর্ব)। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় এতে অভিনয় করেছেন- মাহফুজ আহমেদ, মেহজাবিন চৌধুরী, মিশু সাব্বির, ডা. এজাজ, শামীমা নাজনীন, সিফাত শাহিন, আল আমিন সবুজ, শহীদ উন নবী, মিষ্টি মারিয়া, মুনিয়া ইসলাম, তন্দ্রা, রিমি করিম, শফিক মুক্তা প্রমুখ। রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘তুমি আমি ও আমরা’। মাবরুর রশিদ বান্নাহ্র গল্প, কাহিনিচিত্র ও পরিচালনায় এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, মেহজাবিন, শিল্পী সরকার অপু, ইভান সাইর, জেরিন খান রত্না প্রমুখ।

রাত ৯টা ৫০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নবারেরর প্রেম’(প্রথম পর্ব)। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। অভিনয় করেছেন জাহিদ হাসান, তিশা, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, আরফান আহমেদ, শহানাজ খুশি, মুনিরা মিঠু, নুসরাত জাহান ডায়না প্রমুখ। রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গল্পটা তোমারই’। মেহেদী হাসান জনির রচনা ও পরিচালনায় এই নাটকটিতে অভিনয় করেছেন- জিয়াউল ফরুক অপূর্ব, মেহজাবিন চৌধুরী, কায়েস চৌধুরী, বিরহী মুক্তার প্রমুখ।

মাছরাঙা টেলিভিশন
সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফ্রেন্ড রিকুয়েস্ট। রচনায় শাহরিয়ার তাসদিক। পরিচালনায় খায়রুল পাপন। এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, সাজু খাদেম, আরফান, তানজিকা, নাবিলা, তাসনুভা প্রমুখ। রাত ৯টায় প্রচারিত হবে একক নাটক ময়না ও মজনুর গল্প। রচনা ও পরিচালনা মেহেদী হাসান হৃদয়। এতে অভিনয় করেছেন মহজাবিন, তৌসিফ প্রমুখ। রাত ১০টায় প্রচারিত হবে একক নাটক তেষ্টা। রচনা ও পরিচালনায় অরণ্য আনোয়ার। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, মিশু সাব্বির প্রমুখ।

রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোঁফ। রচনা লিটু সাখাওয়াত। পরিচালনায় রুমান রুনি। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, নাদিয়া নদী, আরফান, সানজিদা তন্ময় প্রমুখ। রাত ১১টা ৫০ মিনিটে প্রচারিত হবে টেলিফিল্ম উচ্চতর হিসাববিজ্ঞান। রচনা আইভানহো মুকিত। পরিচালনা ময়ূখ বারী। এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া নদী প্রমুখ।

এটিএন বাংলা
রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ভুল করো না-ভুল ধারণা। রচনা ও পরিচালনা হানিফ সংকেত। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, সারিকা সাবরিন, সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে। সকাল সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক গনি সাহেবের শেষ কিছুদিন। রচনায় হুমায়ূন আহমেদ। পরিচালনায় মাহফুজ আহমেদ। এতে অভিনয় করেছেন অপি করিম, মোশারফ করিম, আবুল হায়াত। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বিবাহ সমাচার। রচনা মেহরাব জাহিদ। পরিচালনায় মুরসালিন শুভ। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, সুমাইয়া শিমু, ফারুক আহমেদ, রুনা খান, কচি খন্দকার, সুষমা সরকার, কিসলু, আইরিন প্রমুখ।

রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক চুটকি ভান্ডার। পরিচালনায় শামীম জামান। অভিনয়ে সাজু খাদেম, ইশানা, আখম হাসান, আলভী, শামীম জামান, অহনা, তারিক স্বপন, তুষার খান, অরিন প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মাই নেম ইজ ব্যাড। রচনা রওনক হাসান। পরিচালনায় সালাউদ্দিন লাভলু। এতে অভিনয় করেছেন রওনক, সানজিদা প্রীতি, শ্যামল মওলা, ছন্দা, আজিজুল হাকিম, পারভীন আখী, অথৈ, নরেশ ভূইয়া, ম আ সালাম প্রমুখ। রাত সাড়ে ১১টায় প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম প্রিয়তমেষু।রচনা ও পরিচালনা শিহাব শাহীন। এতে অভিনয় করেছেন সিয়াম, সাবিলা নূর প্রমুখ।

বৈশাখী টিভি
সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘হাইপ্রেসার’। রচনা ও পরিচালনায় : আদিবাসী মিজান অভিনয়ে : মোশারফ করিম, জাকিয়া বারী মম, আ খ ম হাসান, কাজী উজ্জল। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘ব্রেক ফেইল-টু’(প্রথম পর্ব)। রচনা ও পরিচালনায় : আকাশ রঞ্জন। অভিনয়ে : এটিএম শামসুজ্জামান, অহনা, মীর সাব্বির, সিদ্দিক, হাসান মাসুদ, আরফান, ম ম মোর্শেদ।

রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘জার্নি বাই বাস’। রচনা ও পরিচালনা : মুহাম্মদ মুস্তাফা কামাল রাজ। অভিনয় : ইরেশ যাকের, ঊর্মিলা, বাবার, ঈশিকা, শামীম। রাত ৯টা ২০ প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘দাদার দেশের ডাক্তার’। রচনা ও পরিচালনায় : অনিমেষ আইচ। অভিনয়ে : মোশাররফ করিম, ভাবনা, রওনক হাসান, ফারুক আহমেদ।

চ্যানেল নাইন
দুপুর ২টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিফিল্ম ‘হোক কলরব’। রচনা : সেতু আরিফ। পরিচালনা : অভ্র মাহমুদ। অভিনয়ে : জোভান, মিশু সাব্বির, সাবিলা নূর, শবনম ফারিয়া প্রমূখ। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘যাদুর বাক্স’। পরিচালনা : আবু হায়াত মাহমুদ। অভিনয়ে : চঞ্চল চৌধুরী, বড়দা মিঠু, সাজু খাদেম, সুমাইযা শিমু, রুনা খান প্রমূখ। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে একক নাটক ‘মেঘ বৃষ্টির আলাপন’। রচনা ও পরিচালনা : মেহেদী হাসান জনি। অভিনয়ে : অপূর্ব, শারলিন ফারজানা, জেরিন জুই, কায়েস চৌধুরী। রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে একক নাটক ‘আব্দুস সুলতান’। রচনা : মেজবা উদ্দীন সুমন। পরিচালনা : হিমেল আশরাফ। অভিনয়ে : মিশু সাব্বির, সাবিলা নূর, সঞ্জয় প্রমুখ।

এশিয়ান টিভি
বিকেল ৫টা ৫০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক প্রাইভেট পাগলামি। পরিচালনা : অঞ্জন আইচ। এতে অভিনয় করেছেন ডি এ তায়েব, আ খ ম হাসান, মেহেরুন নিসা, ফারুক আহমেদ, বাঁধন, রিমি করিম, শামীমা নাজনীন সহ আরো অনেকে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক স্পেশাল গরু চোর। পরিচালনা : হাসান জাহাঙ্গীর। নাটকটিতে অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, শাহরিয়ার নাজিম জয়, হুমায়রা হিমু, এ্যানি খান, তমাল মাহবুব সহ আরো অনেকে।

রাত ৮টায় প্রচারিত হবে একক নাটক পোট্রেট। মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় এতে অভিনয় করেছেন পূর্ণিমা, ইমন, নিরবসহ আরো অনেকে। রাত ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক কেরানি নামে কার্ণেগী। পরিচালনা : মাসুদ মহিউদ্দিন। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জুই করিম, শতাব্দী ওয়াদুদ, তাহমিনা সুলতানা মৌ, রাশেদ মামুন অপু, শামীমা তুষ্টিসহ আরো অনেকে।

রাত ৯টা ৪০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক সঙ্গ দোষে সর্বনাশ। পরিচালনা : চন্দন চৌধুরী। নাটকটিকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আ খ ম হাসান, তানজিকাসহ আরো অনেকে। রাত ১০টা ২০ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চক চক করলেই সোনা হয় না। পরিচালনা : শামীম জামান। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শবনম ফারিয়া, আ খ ম হাসান, জুই করিম, নাবিলসহ আরো অনেকে।

দীপ্ত টিভি
সন্ধ্যা ৫টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক ফান্দে পড়িয়া বগা কান্দে। এতে অভিনয় করেছেন ইরেশ জাকের, সাজু খাদেম, আরফান আহমেদ, শবনম ফারিয়া। সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক বৌ শাশুড়ি বাড়াবাড়ি। এতে অভিনয় করেছেন মীর সাব্বির, নাঈম, আইরিন আফরোজ, মনিরা মিঠু। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক পরাণের গুগলি। এতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুমাইয়া শিমু, অ্যালেন শুভ্র প্রমুখ।

রাত সাড়ে ৮টায় প্রচারিত হবে একক নাটক ব্ল্যাক বেঙ্গল-দ্য সেলফি হিরো। এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, প্রাণ রায়, এনামুল হক, টয়া প্রমুখ। রাত সাড়ে ৯টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোয়েন্দা মামা। এতে অভিনয় করেছেন মোশারফ করিম, তাহসিন, গোলাম কিবড়িয়া প্রমুখ। রাত ১১টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক মনের সিগন্যাল। এতে অভিনয় করেছেন আফরান নিশো, নাদিয়া মীম, শামীম হাসান সরকার, তামিম, মেরিলিন, রাবা খান প্রমুখ।

রাত ১২টায় প্রচারিত হবে ধারাবাহিক নাটক গোলমাল। এতে অভিনয় করেছেন মিশু সাব্বির, তৌসিফ, ইরফান সাজ্জাদ, প্রভা, সাফা কবির প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর