thereport24.com
ঢাকা, বুধবার, ২০ জুন ২০১৮, ৭ আষাঢ় ১৪২৫,  ৪ অক্টোবর ১৪৩৯

খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ২৬

২০১৭ সেপ্টেম্বর ০৮ ১৬:২১:২০
খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের লাঠিচার্জ, আহত ২৬

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধনে পুলিশের দফায় দফায় বাধা, লাঠিচার্জ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ অন্তত ২৬ নেতাকর্মী আহত হয়েছেন।

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ ও পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে প্রথমে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন আয়োজন করলে পুলিশের বাধার মুখে পড়ে।

এক পর্যায়ে নেতাকর্মীরা আদালত সড়ক এলাকায় মানববন্ধনে একত্রিত হলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশে কয়েক দফা হাতাহাতির এক পর্যায়ে পুলিশ লাঠি চার্জ করে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশের লাঠি চার্জের জবাবে বিএনপির নেতাকর্মীরা ইটপাটকেল ছুড়ে পাল্টা জবাব দেয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির দফতর সম্পাদক আবু তালেব এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমাসহ ২৬ নেতাকর্মী আহত হয়েছেন।

অপর দিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো: আব্দুল হান্নান মানববন্ধনে লাঠি চার্জের অভিযোগ অস্বীকার করে বলেন, অনুমতি না থাকায় পুলিশ মানববন্ধনে বাধা দিয়েছে। এতে বিএনপির নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়েছে।

শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা ও লাঠিপেটা করে ২৬ নেতাকর্মীকে আহত করার ঘটনায় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবররে