thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮, ১৩ আষাঢ় ১৪২৫,  ১১ শাওয়াল ১৪৩৯

পুঁজিবাজারে আগস্টে বিদেশি লেনদেন কমেছে

২০১৭ সেপ্টেম্বর ১৪ ১২:১৪:০৬
পুঁজিবাজারে আগস্টে বিদেশি লেনদেন কমেছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলতি বছরের আগস্টে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন কমেছে। জুলাই মাসের তুলনায় আগস্টে লেনদেন কমেছে ২০ দশমিক ৬৭ শতাংশ।

আগস্টে বিদেশিরা মোট লেনদেন করেছেন ৮৩২ কোটি ৭৪ লাখ টাকা। আর জুলাইয়ে লেনদেন হয় ১ হাজার ৪৯ কোটি ৭৯ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগস্ট মাসে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে ৪৩২ কোটি ২১ লাখ টাকার শেয়ার কেনা হয়েছে। যা জুনে ছিল ৬২৫ কোটি ৮ লাখ টাকা। সেই হিসেবে জুলাই মাসে শেয়ার ক্রয়ের হার কমেছে ৩০.৮৫ শতাংশ বা ১৯২ কোটি ৮৭ লাখ টাকা।

আর আলোচ্য মাসে বিদেশি বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে মোট শেয়ার বিক্রির পরিমাণ ছিল ৪০০ কোটি ৫১ লাখ টাকার। জুন মাসে এর পরিমাণ ছিল ৪২৪ কোটি ৭১ লাখ টাকা।

এদিকে আলোচ্য মাসে বিদেশিদের মোট লেনদেন ও শেয়ার ক্রয়ের হার কমলেও নিট বিনিয়োগ সামান্য বেড়েছে। এ মাসে বিদেশিদের নিট বিনিয়োগ বৃদ্ধির পরিমাণ হল ৩১ কোটি ৭০ লাখ টাকা।

২০১৬-১৭ অর্থবছর শেষে ডিএসইতে বিদেশি লেনদেন ছিল ১০ হাজার ৯ কোটি ৩৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয় হয়েছে ৬ হাজার ১৩৮ কোটি ৯১ লাখ টাকা। আর বিক্রয় হয়েছে ৩ হাজার ৮৭০ কোটি ৪৫ লাখ টাকা। এর মধ্যে বিদেশি নিট বিনিয়োগের পরিমাণ ছিল ২ হাজার ২৬৮ কোটি ৪৬ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবররে