thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

খাগড়াছড়িতে হরতাল চলছে, মঙ্গলবার থেকে অবরোধ

২০১৭ সেপ্টেম্বর ১৮ ১০:০২:১২
খাগড়াছড়িতে হরতাল চলছে, মঙ্গলবার থেকে অবরোধ

খাগড়াছড়ি প্রতিনিধি : তিন দাবিতে বাঙালি ছাত্র পরিষদ, সুসম উন্নয়ন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির ডাকে খাগড়াছড়িতে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

দাবি তিনটি হলো- ছাত্রদল নেতা রবিউল আওয়াল হত্যাকাণ্ডের প্রতিবাদ, অপহৃত গৃহবধূ ফাতেমাকে উদ্বার ও জেলা পরিষদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিল।

একই দাবিতে মঙ্গলবার থেকে খাগড়াছড়িতে টানা তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হবে।

হরতালের কারণে জেলার আভ্যন্তরীন ও দূর পাল্লার সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খোলেনি কোন দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। শহরের বিভিন্ন পয়েন্টে পিকেটারদের হরতালে সমর্থনে পিকেটিং করতে দেখা গেছে।

সোমবার সকাল ৮টার দিকে পিকেটিং করার সময় পুলিশ দুই পিকেটারকে আটক করে। তবে এ কর্মসূচির কারণে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কোন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

অপ্রীতিকর ঘটনার আশংকায় জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আলী আহমেদ খান জানান, এখনো পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ১৮, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর