thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ মার্চ 24, ৫ চৈত্র ১৪৩০,  ৯ রমজান 1445

সু চির সম্মাননা স্থগিত : ইউনিসন

২০১৭ সেপ্টেম্বর ২০ ১৪:০০:৫৮
সু চির সম্মাননা স্থগিত : ইউনিসন

দ্য রিপোর্ট ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চিকে দেওয়া সম্মাননা যুক্তরাজ্যের দ্বিতীয় বৃহত্তম ট্রেড ইউনিয়ন ইউনিসন স্থগিত করেছে। খবর- দ্য গার্ডিয়ানের।

আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখোমুখি হওয়ার পরও দেশটিতে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচারের বিষয়ে উদ্যোগ না নেওয়ায় সু চি’র বিরুদ্ধে ইউনিসন এই সিদ্ধান্ত নিয়েছে।

২০১০ সালে মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে গণতন্ত্রের প্রচারাভিযানের সময় অং সান সু চি কারাবন্দী থাকাকালে এ সম্মাননা দিয়েছিল ইউনিসন।

ইউনিসনের সভাপতি মার্গারেট ম্যাককি ব্রিটিশ দ্য গার্ডিয়ানকে বলেন, ‘মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা খুবই হতাশাজনক। এ অবস্থায় অং সান সু চির ইউনিসনের সম্মানিত সদস্যপদ স্থগিত করা হয়েছে। আমরা আশা করি, আন্তর্জাতিক চাপের প্রতি তিনি সাড়া দেবেন।’

লন্ডন স্কুল অব ইকোনমিকসের স্টুডেন্টস ইউনিয়নও জানিয়েছে, তারা সু চির সম্মানিত প্রেসিডেন্ট পদ প্রত্যাহার করে নেবে।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতির পাশা বলেন, ‘রোহিঙ্গা নির্যাতনে অং সান সু চির বর্তমান অবস্থান ও গণহত্যার পরও নিষ্ক্রিয় থাকায় আমরা তাঁর সম্মানিত প্রেসিডেন্ট পদ ফিরিয়ে নেব।’

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর