thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

উখিয়ায় নিখোঁজ হিন্দু শরণার্থীর লাশ উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ২৪ ১১:১৮:১৮
উখিয়ায় নিখোঁজ হিন্দু শরণার্থীর লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে নিখোঁজ দুই সহোদর হিন্দুর মধ্যে একজনের লাশ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। তার নাম রবীন্দ্র পাল (৪২)। নিখোঁজ অন্যজনের নাম নীরেন্দ্র পাল।

রবীন্দ্র পালকে রোহিঙ্গা শরণার্থীরা হত্যা করেছে বলে অভিযোগ করা হচ্ছে।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, পালংখালী ইউনিয়নের বালুখালী খাল থেকে শনিবার সকালে রবীন্দ্র পালের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও মুখমণ্ডল বিকৃত করা হয়েছে।

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর দমন অভিযানের মধ্যে সহিংসতার মুখে সেখান থেকে এই মুসলিম জনগোষ্ঠীর সঙ্গে কয়েকশ হিন্দুও পালিয়ে বাংলাদেশে এসেছে।

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের কাছেই একটি এলাকায় ওই সব হিন্দু শরণার্থীদের আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। কুতুপালং হিন্দু শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া নিখিল চন্দ্র পালের এই ছেলে রবীন্দ্র পাল ও নীরেন্দ্র পাল এক সপ্তাহ আগে নিখোঁজ হয়েছিলেন রোহিঙ্গাদের শিবিরে ঢুকে।

ওসি খায়ের বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ সকালে রবীন্দ্র পালের লাশ উদ্ধার করলেও পরিচয় নিশ্চিত হতে পারছিল না।

পরে স্বজনরা কক্সবাজার সদর হাসপাতালে গিয়ে তার লাশ শনাক্ত করেন বলে পূঁজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা কমিটির সভাপতি স্বপন শর্মা রনি জানান।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর