thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ট্রেনের ধাক্কায়  কৃষক, বিদ্যুতের তারে অটো চালকের মৃত্যু

২০১৭ অক্টোবর ২২ ১৭:২৬:২২
ট্রেনের ধাক্কায়  কৃষক, বিদ্যুতের তারে অটো চালকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে মাছ ধরে বাড়ি ফেরার সময় ট্রেনের ধাক্কায় এক কৃষক ও বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক অটো চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সোনারায় ও ভোগডাবুড়ি ইউনিয়নে এই দুই অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

সকালে রেললাইনের ধারে নদীতে মাছ ধরে বাড়ি ফেরার সময় খুলনা থেকে চিলাহাটি গামী মেইল ট্রেনের ধাক্কায় সন্তোষ রায় (৫০) নামের এক কৃষক নিহত হন। ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের ডাংগাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোশ রায় সোনারায় ডাংগাপাড়ার মৃত কাল্ঠু রায়ের ছেলে।

সোনারায় ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর রাতে কৃষক সন্তোষ রেললাইনের পাশে খালে মাছ ধরে বাড়ি ফিরছিল ।এ সময় চিলাহাটি গামী খুলনা মেইল ট্রেনে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই সে মারা যায় ।

অপরদিকে, পিডিবির ছেঁড়া তার সরাতে গিয়ে তারে জড়িয়ে মন্ত রহমান (২৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সকালে উজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের বটতলী নামকস্থানে ঘটনাটি ঘটে।

নিহত মন্ত রহমান বটতলী এলাকার মৃত চৈতি মামুদের ছেলে। পেশায় সে একজন অটোরিক্সা চালক।

স্থানীয়রা জানায়, সকালে বাড়ির পার্শ্ববর্তী স্থানে পিডিবির ছেঁড়া তার পরে ছিল। অটোরিক্সা বাইরে নেওয়ার জন্য ছেঁড়া তার অন্যত্র সরানোর ব্যবস্থা করছিল মন্ত। এ সময় ছেঁড়া তার শরীরে স্পর্শ করলে মন্তর শরীর বিদ্যুতায়িত হয়ে পরে। এ সময় পরিবারের লোকজন এলাকাবাসীর সহায়তায় তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোগডাবুডি ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ডোমার বিদ্যুৎ বিতরণ বিভাগের নিবার্হী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেছেন, ‘অদ্যাবধি বিষয়টি আমার জানা নেই।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ২২, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর