thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২৩ শাওয়াল 1445

কুমিল্লায় যুবলীগ নেতার পা কেটে নিলো দুর্বৃত্তরা

২০১৭ নভেম্বর ১৯ ০৯:১৩:১৭
কুমিল্লায় যুবলীগ নেতার পা কেটে নিলো দুর্বৃত্তরা

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলায় শাহ আলম (৩০) নামে এক যুবলীগ নেতার পা কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত শাহ আলম জিংলাতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং গোপচর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

শাহ আলমকে প্রথমে দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা।

জানা যায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার জিংলাতলী ইউনিয়নের গোপচর গ্রামে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা তাকে গৌরিপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এছাড়া
গৌরীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান সুজন জানান, আলমের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হাসপাতালসহ আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, শাহ আলমের অবস্থা আশঙ্কাজনক।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শাহ আলম তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিহত মনির হোসেনের সমর্থক ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর