thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

‘বিশ্বকাপ জিততে নিজেকে উজাড় করে দিব’

২০১৭ ডিসেম্বর ০১ ১৯:২২:২০
‘বিশ্বকাপ জিততে নিজেকে উজাড় করে দিব’

দ্য রিপোর্ট ডেস্ক : নিজেদের মাটিতে আয়োজন করেও ২০১৪ সালে বিশ্বকাপ জিততে পারেনি ব্রাজিল। সেই ব্যর্থতা রাশিয়ার মাটিতে কাটাতে দৃঢ়প্রতিজ্ঞ নেইমার দ্য জুনিয়র।

বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই ফুটবলার বলেছেন, ‘আমি মনে করি এবারের বিশ্বকাপটি ব্রাজিলের জন্য বিরাট কিছু। বিশেষ করে শিরোপা জয়ের জন্য আমি আমার সবকিছুই উজাড় করে দিব।’

নিজেদের মাটিতে আয়োজন করার কারণে ২০১৪ সালের বিশ্বকাপ ব্রাজিলেই থাকবে বলে আশা করা হলেও টুর্নামেন্টের সেমিফাইনালে চ্যাম্পিয়ন জার্মানির কাছে ৭-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ব্রাজিল। ঘটনাটি গোটা ব্রাজিল তথা ফুটবল বিশ্বে শোকের ছায়া ফেললেও ২০১৭ সালের বাছাইপর্ব থেকে সবার আগেই বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ নিশ্চিত করেছে কোচ তিতের অনুসারীরা। এখন রাশিয়া থেকেই এই শিরোপা ছিনিয়ে আনতে চায় দলটি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে একটি মাত্র ম্যাচে পরাজিত হয়েছে ব্রাজিল।

দলের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা নেইমারের আত্মবিশ্বাসও এখন সর্বোচ্চ পর্যায়ে।

ফিফা ডট কমকে তিনি বলেছেন, ‘বিশ্বকাপের পর দুই তিন বছর আগের তুলনায় ব্রাজিলের বর্তমান দলটির প্রতি অন্য দলগুলোর সমীহ বেশি। মানুষ এখন আমাদের আলাদা চোখে দেখছে। আবারো ব্রাজিলের প্রতি সমর্থন এবং সম্মানবোধ ফিরে এসেছে। দলটি এখন দারুণ খেলা উপভোগ করছে। এসব ঘটনা আমাদেরকে অনেক আনন্দ দিচ্ছে। আমাদের সমর্থক এবং দেশবাসীর মনোভাব এখন পরিবর্তিত হয়ে গেছে।’

নেইমার বলেছেন, ‘আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে সবাই এখন বেশ প্রত্যয়ী। তারা এখন আনন্দ চিত্তে বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে।’

২০১৪ সালের বিশ্বকাপ ছিল নেইমারের জন্য অত্যন্ত বেদনা দায়ক। পিঠের ইনজুরির কারণে তাকে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে হয়েছিল। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার মোকাবেলা করার সময় প্রতিপক্ষ দলটির ফুটবলার হুয়ান জুনিগা হাটু দিয়ে নেইমারের পিঠে আঘাত করলে গুরুতর ইনজুরিতে পড়েন তিনি। ম্যাচে অবশ্য ২-১ গোলে জয়লাভ করে ব্রাজিল।

নেইমার বলেছেন, ‘এটি ছিল বিস্ময়কর ঘটনা। যে কারণে আমি আমার মত করে বিশ্বকাপ শেষ করতে পারিনি। আমি অবশ্যই ওই আসর থেকে খেতাব জয় করতে চেয়েছিলাম। কিন্তু আমি জিততেও পারিনি, হারতেও পারিনি। আমি বিশ্বকাপটি শেষ করতে পারিনি। অপ্রত্যাশিতভাবে আমার টুর্নামেন্টটি শেষ হয়েছে একটি গুরুতর ইনজুরি নিয়ে। এ জন্য আমাকে যথেষ্ট ভুগতে হয়েছে।’

পিএসজি সুপার স্টার বলেছেন, ‘ওই সপ্তাহটি ছিল আমার জন্য খুবই বাজে। আমি প্রচুর কেঁদেছি এবং নিজেকেই প্রশ্ন করেছি কেন এমনটি হল। তবে আপনার মানতে হবে, জীবনের এসব ঘটনাই আপনাকে আরো সুদৃঢ় করে তুলবে। হয়তো ওই সময়ের জন্য আপনি ব্যর্থ হয়েছেন কিংবা কিছু অর্জন করতে পারেননি। কিন্তু পরবর্তীতে আরো ভাল ভবিষ্যৎ গঠনে সেখান থেকে নেয়া শিক্ষা আপনি কাজে লাগাতে পারবেন।’

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর