thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

সোনালী ব্যাংকের সিবিএ নেতার দুর্নীতি পুনরায় অনুসন্ধান

২০১৪ ফেব্রুয়ারি ২৮ ১৭:০৯:০৮
সোনালী ব্যাংকের সিবিএ নেতার দুর্নীতি পুনরায় অনুসন্ধান

দ্য রিপোর্ট প্রতিবেদক : সোনালী ব্যাংকের সাবেক সিবিএ সভাপতি আমিনুল হক ফারুকের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক সূত্র জানায়, সাবেক এ নেতার বিরুদ্ধে বদলি বাণিজ্য, পদোন্নতি, সুদ মওকুফ ইত্যাদি করে দেওয়ার কথা বলে কমিশন নেওয়াসহ অবৈধভাবে প্রচুর পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে কমিশন থেকে অভিযোগটি অনুসন্ধান করা হয়। কমিশনের কাছে তা গ্রহণযোগ্য না হওয়ায় পুনরায় অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সূত্র আরও জানায়, অভিযোগটি পুনরায় অনুসন্ধানের জন্য সম্প্রতি শেখ মেসবাহ উদ্দিনকে অনুসন্ধানকারী কর্মকর্তা এবং তদারককারী কর্মকর্তা হিসেবে পরিচালক মো. আবু তোরাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে এর আগের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-সহকারী পরিচালক আফরোজা হক খানের কাছ থেকে অভিযোগ সংশ্লিষ্ট যাবতীয় বেকর্ডপত্র সংগ্রহ করে বিধি মোতাবেক পুনরায় অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এইচবিএস/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর