thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

ব্যাংকিং সুবিধা দিতে ‘ডাক টাকা’ উদ্বোধন

২০১৭ ডিসেম্বর ১১ ১৩:০৪:৩৭
ব্যাংকিং সুবিধা দিতে ‘ডাক টাকা’ উদ্বোধন

দ্য রিপোর্ট প্রতিবেদক : পোস্ট অফিসের মাধ্যমে দেশের মানুষকে ব্যাংকিং সুবিধার (আন ব্যাংকড) আওতায় আনতে ‘ডাক টাকা’ চালু করেছে ডাক বিভাগ। মোবাইলের মাধ্যমে এ টাকা (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) ব্যবহার করা যাবে।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ডাক টাকার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

এ সময় সজীব ওয়াজেদ জয় বলেন, ডাক বিভাগের এ সেবা উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। ডাক টাকা সেবা চালুর ফলে এখন থেকে ব্যাংকিংয়ের বাইরে থাকা গ্রামের মানুষ ভালোভাবে ব্যাংকিং সুবিধা পাবেন। আমি আরও আনন্দিত যে, সর্বনিম্ন দুই টাকা রেখে এ অ্যাকউন্ট পরিচালনা করা যাবে। অর্থাৎ অ্যাকাউন্টে কমপক্ষে দুই টাকা ব্যালেন্স রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক এ প্রক্রিয়া শুরু করেছিল ৫ টাকা দিয়ে।

অনুষ্ঠানে ডাকা ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ২০২১ সালের মধ্যে ডাক বিভাগ সম্পূর্ণ ডিজিটাল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, ডাকা ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব শ্যামসুন্দর শিকদার প্রমুখ।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর