thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

শিমুলিয়ায় মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

২০১৭ ডিসেম্বর ১২ ০৯:৫৪:৪৫
শিমুলিয়ায় মাঝ পদ্মায় ৬ ফেরি আটকা

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মাঝ পদ্মায় ঘন কুয়াশার কারণে ৬টি ফেরি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে আটকে আছে। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ৩০০ যানবাহন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোর রাত ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল সচল হয়নি।


বিআইডব্লিউটিসির'র শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি জানান, ঘন কুয়াশার কারণে ফেরিগুলো চলাচল করতে না পারায় মাঝ পদ্মায় আটকে যায়। বাধ্য হয়ে নোঙর করে রাখতে হয়েছে। বর্তমানে কুয়াশার কারণে ঘাট থেকে কোনো ফেরি ছেড়ে যাচ্ছে না। এদিকে ফেরি চলাচলে বিঘ্ন ঘটায় ঘাট এলাকায় ৩ শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। তবে কুয়াশা কেটে গেলে ফেরি গুলো পুনরায় চলাচলের উপযোগী হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর