thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর অংশগ্রহণে বাধা নেই

২০১৭ ডিসেম্বর ১৪ ১৩:২৩:১২
রসিক নির্বাচনে বিএনপি প্রার্থীর অংশগ্রহণে বাধা নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঋণ খেলাপির অভিযোগে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনেবিএনপি সমর্থিত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার মনোনয়ন বাতিল চেয়ে সোনালী ব্যাংকের দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্টে বেঞ্চ এ আবেদন কার্যতালিকা থেকে বাদ দেন।

আদালতে বিএনপির মেয়র প্রার্থীর পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী শামীন খালেদ। এর আগে গত মঙ্গলবার বিএনপির মেয়র প্রার্থী বাবলার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট করেন সোনালী ব্যাংক কর্তৃপক্ষ।

গত ২১ নভেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মেয়র পদে কাওসার জামান বাবলাকে দলীয় মনোনয়ন দেন বিএনপি।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত প্রত্যয়নপত্রটি বাবলার প্রতিনিধি হিসেবে গ্রহণ করেন রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর