thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

২০১৭ ডিসেম্বর ১৭ ০৮:৪৭:১৬
ঘন কুয়াশায় কাঁঠালবাড়ি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। এ সময় বেশ কয়েকটি যানবাহন ও কয়েক শ’ যাত্রী নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে ঘাট থেকে ছেড়ে আসা ৫টি ফেরি।

রবিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে ঘাটের উভয় পাড়ে অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন ও নৈশকোচসহ পারাপারের অপেক্ষায় রয়েছে দেড় শতাধিক যানবাহন।

মাদারীপুরের কাঁঠালাবাড়ি ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাম হোসেন জানান, কুয়াশার মাত্রা বেড়ে যাওয়ায় নদীর চার পাশ ঘোলা দেখাচ্ছিল। এতে ফেরি চালকদের মার্কিং পয়েন্ট ও বিকন বাতিগুলোর সংকেত বুঝতে ও দেখতে সমস্যা হয়। ফলে দুর্ঘটনায় এড়াতে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, একই সময় উভয়ঘাট থেকে ছেড়ে যাওয়া ৫টি ফেরি কুয়াশার কারনে মাঝ নদীতে যাত্রী ও যানবহন নিয়ে আটক পড়ে। এছাড়া বাকি ১২টি ফেরি যানবাহন লোড করে ঘাট এলাকায় নোঙ্ঘর করে রাখা হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

(দ্য রিপোর্ট/এনটি/ডিসেম্বর ১৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর