thereport24.com
ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল 24, ১৪ বৈশাখ ১৪৩১,  ১৮ শাওয়াল 1445

৩৮তম বিসিএস : প্রিলিমিনারিতে বহিষ্কার ১৫

২০১৭ ডিসেম্বর ২৯ ২৩:২৩:২৯
৩৮তম বিসিএস : প্রিলিমিনারিতে বহিষ্কার ১৫

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুক্রবার অনুষ্ঠিত হলো ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। এতে সারা দেশে উপস্থিতির হার ছিল ৮৩ শতাংশ। এই পরীক্ষায় মোবাইল ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বনের কারণে মোট ১৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক এ তথ্য জানিয়েছেন।

পিএসসি চেয়ারম্যান বলেছেন, ‘এই পরীক্ষায় পরীক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং শিক্ষার্থী-অভিভাবক সবার সহযোগিতা পেয়েছি। এবার প্রশ্ন ফাঁস হয়নি।’

সুষ্ঠুভাবে পরীক্ষা নিতে পারার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত ২৮৩টি কেন্দ্রে ২০০ নম্বরের এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা ইংরেজি ও বাংলা দুই ধরনের প্রশ্নে অনুষ্ঠিত হয়েছে।

পিএসসি জানিয়েছে, ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেন। এর মধ্যে ৫৭ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।

(দ্য রিপোর্ট/জেডটি/ডিসেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর