thereport24.com
ঢাকা, শুক্রবার, ৩ মে 24, ২০ বৈশাখ ১৪৩১,  ২৪ শাওয়াল 1445

নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

২০১৮ ফেব্রুয়ারি ১১ ১৬:৫৫:০৭
নেত্রকোণায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় দুই বছর আগে অন্তঃস্বত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী সোয়াব মিয়াকে প্রাণদণ্ড দিয়েছেন আদালত।

নেত্রকোণার জেলা দায়রা জজ রাশেদুজ্জামান রাজা রবিবার এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. সোয়াব মিয়ার বাড়ি নেত্রোকোণার সদর উপজেলার বর্শিকূড়া গ্রামে। রায় ঘোষণার সময় তিনি কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, সোয়াব মিয়া সংসার চালানোর টাকায় নিয়মিত জুয়া খেলতেন। এর জেরে ২০১৬ সালের ২৬ এপ্রিল রাতে অন্তঃস্বত্ত্বা স্ত্রী শিল্পী আক্তারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শিল্পীকে শ্বাসরোধে হত্যা করেন সোয়াব।

পরদিন শিল্পীর ভাই স্বপন মিয়া বাদি হয়ে সোয়াবের নামে থানায় মামলা করলে পুলিশ তাকে আটক করে। পরে হত্যার কথা স্বীকার করে সোয়াব আদালতে জবানবন্দি দেন।

তদন্ত শেষে ওই বছরের ২৫ জুলাই পুলিশ সোয়াবের নামে আদালতে অভিযোগপত্র দিলে এ মামলার বিচারকাজ শুরু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/ফেব্রুয়ারি ১১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর