thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

রাজনীতিতে নামলেন অভিনেতা কমল হাসান

২০১৮ ফেব্রুয়ারি ২২ ১১:০৮:২৩
রাজনীতিতে নামলেন অভিনেতা কমল হাসান

দ্য রিপোর্ট ডেস্ক : এবার দক্ষিণ তামিল নাড়ুতে নিজের রাজনৈতিক দল উদ্বোধন করেছেন ভারতীয় তারকা কমল হাসান। তার দলের নাম ‘মাক্কাল নিধি মায়াম’। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, মাক্কাল নিধি মায়ামের অর্থ জনগণের বিচারের কেন্দ্র।

মাদুরাই শহরে দলের সমর্থকদের সামনে রাজনীতিতে যোগদানের ঘোষণা দেন ৬২ বছর বয়সী এই অভিনেতা।

এই রাজ্য থেকে এর আগেও বহু অভিনেতা রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সাবেক তিন অভিনেতা মুখ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এর আগে ডিসেম্বরে, ২০২১ এর প্রাদেশিক নির্বাচনের আগে নিজের রাজনৈতিক দল তৈরির ঘোষণা দেন তামিল অভিনেতা রজনীকান্ত।

কমল হাসান অক্টোবরেই ঘোষণা দিয়েছিলেন যে, তিনি রাজনীতিতে আসতে চান।

রাজনীতিতে আসা প্রসঙ্গে হাসান বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য কাজ করবেন যেন, দুর্নীতি ও সাম্প্রদায়িকতা রোধে ভূমিকা রাখতে পারেন। তামিল মুখ্যমন্ত্রী জয়ললিতা জয়রামের মৃত্যুর পর থেকে সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর