thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১৩ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

গ্ল্যাক্সো স্মিথক্লাইন ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

২০১৮ ফেব্রুয়ারি ২৮ ১৬:০৮:৪৩
গ্ল্যাক্সো স্মিথক্লাইন ৫৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

দ্য রিপোর্ট ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্লাক্সো স্মিথক্লাইন লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র জানিয়েছে, কোম্পানির পরিচালনায় পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

৩১ ডিসেম্বর, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৫ টাকা ৫৬ পয়সা। এ সময় শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১৮ টাকা ৩৫ পয়সা, যা এর আগের বছর ৩১ ডিসেম্বর শেষে ছিল যথাক্রমে ৫৩ টাকা ৫১ পয়সা ও ২১৪ টাকা ৬৫ পয়সা।

আগামী ১৯ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মার্চ।

‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৭৬ সালে বাংলাদেশে তালিকাভুক্ত হয়।

(দ্য রিপোর্ট/এনটি/ফেব্রুয়ারি ২৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর