thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ২ পৌষ ১৪২৫,  ৭ রবিউস সানি ১৪৪০

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

২০১৮ মার্চ ১১ ১৬:৫০:৫৯
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাটে বাস-মাহেন্দ্র সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে শিশুসহ আরও পাঁচজন।

উপজেলার বড়বিলা এলাকায় ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে রবিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে হালুয়াঘাট থানার ওসি কামরুল ইসলাম মিয়া জানান।

নিহতরা হলেন- হালুয়াঘাট উপজেলার শাহের আলী (৫৫), মুক্তাগাছা উপজেলার লাভলী আক্তার (৫০) এবং ফুলপুর উপজেলার ইমাদপুর গ্রামের বাসিন্দা মাহেন্দ্র চালক কামাল হোসেন (৩২)।

আহত পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, ঢাকা থেকে হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্রর সংঘর্ষে আটজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনজনের মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর