thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ ডিসেম্বর ২০১৮, ২ পৌষ ১৪২৫,  ৭ রবিউস সানি ১৪৪০

সি চিন পিং আজীবন প্রেসিডেন্ট’ হচ্ছেন

২০১৮ মার্চ ১১ ১৭:১৬:৩২
সি চিন পিং আজীবন প্রেসিডেন্ট’ হচ্ছেন

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রেসিডেন্ট পদের জন্য নির্দিষ্ট মেয়াদ তুলে দিয়ে ‘আজীবন প্রেসিডেন্ট’ বিল পাস করতে যাচ্ছে চীন।

এই বিল পাস হলে প্রেসিডেন্টের জন্য নির্ধারিত কোনো সময়সীমা থাকবে না। আজীবন একজন প্রেসিডেন্ট হিসেবে থাকতে পারবেন। বলা হচ্ছে, বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং আজীবন প্রেসিডেন্ট রাখার জন্য এই বিল পাস করা হচ্ছে।

রবিবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, এই বিল পাস হলে সি চিন পিনং আজীবন প্রেসিডেন্ট হিসেবে থাকবেন। রবিবার ন্যাশনাল পিপলস কংগ্রেসে দেশটির সংবিধানে প্রেসিডেন্ট পদের বিষয়ে পরিবর্তন আনার জন্য এ বিল পাসের কথা রয়েছে।

চীন ১৯৯০ সাল থেকে দুই মেয়াদ প্রেসিডেন্ট থাকার বিধান আরোপ করে। এই বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সংবিধান থেকে প্রেসিডেন্ট পদের জন্য মেয়াদ ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব ওঠে। ২০২৩ সাল পর্যন্ত সি চিন পিংয়ের মেয়াদ ছিল। সি চিন পিং তাঁর রাজনৈতিক ক্ষমতাকে দিনে দিনে আরও দৃঢ় করেছেন। দলের প্রতিষ্ঠাতা মাও সে তুংয়ের চেয়েও সি চিন পিংয়ের নাম ও রাজনৈতিক আদর্শকে সমুন্নত করতে তাঁর পক্ষে দল সমর্থনও দিয়েছে।

রবিবার কোনো ধরনের বিরোধিতা ছাড়াই বিলটি পাস হয়ে যেতে পারে। অন্যান্য দেশের পার্লামেন্টের মতো কংগ্রেস হচ্ছে চীনের সবচেয়ে শক্তিশালী আইন প্রণয়নের ক্ষমতাবিশিষ্ট প্রতিষ্ঠান। তবে চীনে কংগ্রেসকে ‘রাবার স্ট্যাম্পিং’ প্রতিষ্ঠান হিসেবে দেখা হয়। এই বিল পাস হলে সেটিই যে প্রমাণিত হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

কংগ্রেসে কখনো ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিপক্ষে ভোট দেওয়া হয় না। তবে শোনা যাচ্ছে, কংগ্রেসের দুই হাজার ৯৮০ জন প্রতিনিধির মধ্যে অনেকে ভোট দেওয়া থেকে বিরত থাকবেন। যেটা এই বিলের পক্ষে সমর্থন না দেওয়াই বোঝাবে।

তবে এভাবে ‘আজীবন প্রেসিডেন্ট’ বিধানের বিরুদ্ধে সমালোচনা উঠছে চীনের বিভিন্ন মহল থেকে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মার্চ ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর